ইসরাইলকে স্বীকৃতি দেয়ার পথে বাহরাইন!

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০১৭, ০১:৫৪ পিএম

ঢাকা: এক সময় ইসরাইলকে বলা হতো মধ্যপ্রাচ্যের ‘বিষফোঁড়া’। এখন সেই ইসরাইলকেই নিজের কে আগে নিজের পক্ষে ভেড়াতে পারে সেরকম একটি রেসে নেমেছে আরব দেশগুলো! সৌদির আরব ও সংযুক্ত আরব আমিরাত তো ইতোমধ্যেই পরক্ষভাবে ইসরাইলকে স্বীকৃতি দিয়েই দিয়েছে। সেই তালিকায় এবার নাম লিখছে আর একটি আরব দেশ বাহরাইন। তারই অংশ হিসেবে ইসরাইলের বিভিন্ন কর্মকান্ডে সমর্থন দিচ্ছে আরব সাগরের এই ছোট দেশ।

সম্প্রতি বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা আরব দেশগুলোর ইসরাইল বয়কটের নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসে সাইমন উইসেন্থাল সেন্টারে এক অনুষ্ঠানে বাদশাহ এ নিন্দা জানান। এর আগে তার ছেলে প্রিন্স নাসের বিন হামেদ আল খালাফ যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসে ইসরাইল-পন্থী বলে পরিচিত একটি জাদুঘর সফর করেছেন। 

যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসে সাইমন উইসেন্থাল সেন্টার প্রদর্শনে বাহরােইন প্রিন্স নাসের বিন হামেদ আল খালাফ

এ বছরের ফেব্রুয়ারিতে বাহরাইন সফর করেছিলেন ইহুদী রাবাই মার্ভিন হেয়ার। ইসরাইলি সংবাদমাধ্যমের কাছে তিনিই বাহরাইনের বাদশাহর ওই অবস্থানের কথা প্রকাশ করেন। অন্যদিকে ইসরাইলের পক্ষে বাহরাইন বাদশাহর এমন স্পর্শকাতর অবস্থান নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। সূত্র: জেরুসালেম পোস্ট

সোনালীনিউজ/ঢাকা/এআই