আরো ৫০ হাজার শরণার্থীর পুনর্বাসনের পরিকল্পনা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০১৭, ১১:৪১ এএম

ঢাকা: মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে যাওয়া আরো ৫০ হাজার শরণার্থীর পুনর্বাসন করার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। আগামী ২ বছরের জন্য এই ব্যবস্থা করা হবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার ইইউ এর নির্বাহী কাউন্সিলে এই প্রস্তাব তোলা হয়। ২০১৫ সালে শরণার্থী সংকটের পর থেকে পুনর্বাসনের চেষ্টা করে আসছে ইইউ।

সংস্থাটির অভিবাসন বিষয়ক কমিশনার দিমিত্রি আব্রামোপুলোস জানান, ‘আমাদের বিকল্প পথ খুঁজে বের করতেই হবে। ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা পুনর্বাসনের জন্য ৫০০ মিলিয়ন ডলার বাজেট রেখেছেন।

তুরস্ক ও মধ্যপ্রাচ্য অভিবাসন প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, লিবিয়া, মিসর, নাইজার, সুদান, চাদ ও ইথিওপিয়ার মতো দেশগুলোর নাগরিকদের আশ্রয় দেয়ার চেষ্টা করবেন তারা।

সোনালীনিউজ/ঢাকা/এআই