আত্মসমর্পণ করতে চান হানিপ্রীত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩, ২০১৭, ০১:১১ পিএম

ঢাকা: ধর্ষণের দায়ে দণ্ডপ্রাপ্ত ভারতের বিতর্কীত ধর্মগুরু রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত আদালতে আত্মসমর্পণ করতে চান। স্থানীয় সময় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আদালতে শুনানি শুরুর আগেই হয়তো তিনি আত্মসমর্পণ করতে পারেন, হানিপ্রীতের ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে এমন খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রায় এক মাস ধরে পালিয়ে বেড়াচ্ছেন হানিপ্রীত। গত সপ্তাহে নিজের আইনজীবীর মাধ্যমে দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। তবে তা খারিজ করে দিয়ে আদালত তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল।

বিচারপতি সঙ্গীতা ধিংরা সেহগাল বলেছেন, ‘এখন একমাত্র আত্মসমর্পণ করাই হানিপ্রীতের পক্ষে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।’

ধর্ষণের অভিযোগে ডেরা সাচ্চা সওদার প্রধান গুরমিত রাম রহিমের কারাদণ্ডের পর থেকেই নিখোঁজ রয়েছেন হানিপ্রীত। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে হরিয়ানা পুলিশ।

কয়েকদিন আগে বোরকা পড়া অবস্থায় তাকে দিল্লিতে দেখা গেছে বলেও গুঞ্জন রটেছে। ধর্ষণের মামলায় গুরমিত রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার পর অভিযুক্ত ৪৩ জনকে খুঁজছে হরিয়ানা পুলিশ। 

সোনালীনিউজ/ঢাকা/এআই