যুদ্ধের নির্মমতার বলি ৩৪ দিনের শিশু!

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৫, ২০১৭, ০৯:২৮ এএম

ঢাকা: সিরিয়ার বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চল থেকে অপুষ্টিতে ভোগা এক শিশুর মৃত্যুর ছবিতে ফুটে উঠেছে পরাজিত মানবতার চিত্র। ছয় বছর ধরে যুদ্ধ কবলিত দেশটিতে বসবাসরত সাধারণ মানুষের প্রতিদিনকার চিত্রকেই ধারণ করে এই ছবি।

বিদ্রোহীদের দখলকৃত হামৌরিয়ার একটি হাসপাতালে শনিবার ৩৪ দিনের সামার দোফাদা নামের ওই শিশুকে ভর্তি করেন মা। পরের দিনেই মারা যায় শিশুটি। এরপর থেকে ওই শিশুর ছবি ও ভিডিও শেয়ার করতে থাকেন অ্যাক্টিভিস্টরা। তবে যন্ত্রণায় ক্রন্দনরত শিশুটির জন্য জনতা জেগে ওঠার আগেই পৃথিবী ত্যাগ করেছে সে।

ওই হাসপাতালের এক সেবিকা বলেন, অপুষ্টিতে ভোগা সামারের মা যখন তাকে হাসপাতালে ভর্তি করেন তখন তার ওজন ছিল মাত্র ১ কেজি ৯০০ গ্রাম। অপুষ্টিতে ভোগায় বাচ্চাকে ঠিকভাবে দুধ দিতে পারেননি তিনি।

তবে শুধুমাত্র সামার কিংবা তার মা’ই নন, এমনভাবেই অপুষ্টি ও যন্ত্রণায় ভুগছেন যুদ্ধ কবলিত দেশটির অধিকাংশ মানুষ।


সোনালীনিউজ/ঢাকা/আকন