ভিয়েতনামে ঘূর্ণিঝড়ে নিহত ১৯

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৫, ২০১৭, ০৯:৩০ এএম

ঢাকা: ভিয়েতনামের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যামরি’র আঘাতে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, নিখোঁজ রয়েছে আরো অন্তত ১২ জন।

শনিবার (৪ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৪টার দিকে ঘূর্ণিঝড়টি ভিয়েতনামের ফু ইয়েন এবং খান হোয়া প্রদেশের উপকূলে আঘাত হানে। এসময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের আঘাতে বিধ্বস্ত হয়েছে প্রায় ৪শ’ ঘরবাড়ি।

এছাড়া চাল উড়ে গেছে আরও অন্তত ১০০ বাড়ির। কয়েকশ’ বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রদেশ দু’টির বহু এলাকা।

পরিস্থিতি মোকাবেলায় উপকূল থেকে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৩৩ হাজার বাসিন্দাকে। এর আগে ভিয়েতনাম সরকারের পক্ষ থেকে জানানো হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো হাওয়ায় দক্ষিণ চীন সাগরে অন্তত ৬টি জাহাজ ডুবে যায়। এসব জাহাজের ৬১ আরোহীর মধ্যে উদ্ধার করা হয় অন্তত ২৫ জনকে। বাকিদের ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।


সোনালীনিউজ/ঢাকা/আকন