মহাসড়কে ট্রেন আছড়ে পড়ে যুক্তরাষ্ট্রে নিহত ৩

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৭, ১১:২৯ এএম

ঢাকা: যুক্তরাষ্ট্রে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৩ জনের মৃত্যু এবং শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার (১৮ ডিসেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের ডুপন্ট এর নিকটবর্তী স্থানে ‘দি অ্যামট্রাক ক্যাসকেড ৫০১’ ট্রেনটি তার প্রথম যাত্রাতেই এই দুর্ঘটনায় পতিত হয়।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে উদ্ধারকর্মীরা। কমপক্ষে ১শ’ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পরে তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি একটি ওভারপাস অতিক্রমের সময় রেললাইন থেকে লাইনচ্যুত হয়ে নিকটবর্তী আই-৫ মহাসড়কে আছড়ে পড়ে। এ ঘটনায় ট্রেনটি ছাড়াও কমপক্ষে সাতটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

অ্যামট্রাকের ট্রেনটি সিয়াটল থেকে পোর্টল্যান্ডের উদ্দেশে যাত্রা করেছিল।

এদিকে ট্রেন দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল সংলগ্ন দুটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন ওয়াশিংটন রাজ্যের গভর্নর। ট্রেন দুর্ঘটনার হতাহতের ঘটনায় শোক জানিয়ে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

সোনালীনিউজ/ঢাকা/এআই