মার্কিন ভেটোর পর সাধারণ পরিষদে জেরুজালেম প্রশ্নে ভোট

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০১৭, ০৩:৪৬ পিএম

ঢাকা: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে উত্থাপিত একটি খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠানের জন্য বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশন বসছে। এর আগে নিরাপত্তা পরিষদে প্রস্তাবটিতে যুক্তরাষ্ট্র ভেটো দেয়।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি ভোট গ্রহণের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে টুইটারে জানান, ‘বৃহস্পতিবার আমাদের সিদ্ধান্তের সমালোচনা করে ভোটাভুটি হবে।’

জেরুজালেম ইস্যুতে জাতিসংঘে ভেটো দেয়ার পর ইসরাইলের প্রতিনিধির সঙ্গে মার্কিন প্রতিনিধি

১৯৩ রাষ্ট্রের আন্তর্জাতিক এই সংস্থাটিতে আরব দেশসমূহ ও অর্গানাইজেশন অব দ্য ইসলামিক কোঅপারেশন (ওআইসি)’র পক্ষ থেকে তুরস্ক ও ইয়েমেনের আহ্বানে এই জরুরি বৈঠক বসতে যাচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই