ড্রোন হামলায় ১৭ আইএস জঙ্গি নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০১৭, ১১:০০ এএম
ফাইল ছবি

ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে ড্রোন হামলায় অন্তত ১৭ আইএস জঙ্গি নিহত হয়েছে। প্রাদেশিক সরকারের বরাত দিয়ে বার্তাসংস্থ্যা সিনহুয়া মঙ্গলবার (২৬ ডিসেম্বর) একথা জানিয়েছে। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটো নেতৃত্বাধীন যৌথ বাহিনী সোমবার রাতে আচিন ও হাসাকা মিনা এলাকার আইএসের গোপন আস্তানায় ড্রোন হামলা চালিয়ে এসব জঙ্গিকে হত্যা করে। এত বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস হয়। 

হামলায় নিহত জঙ্গিদের মধ্যে আইএস গ্রুপের সঙ্গে জড়িত দুই বিদেশি নাগরিকও রয়েছে। অভিযানে কোনো বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়।

আফগান বাহিনী আইএস অধ্যুষিত পূর্বাঞ্চলীয় প্রদেশেসহ সারা দেশে জঙ্গি বিরোধী অভিযান জোরদার করেছে। ২০১৫ সালের শুরু থেকে নানগারহারে আইএসের আবির্ভাব ঘটে। 

সোনালীনিউজ/ঢাকা/এআই