আন্তঃকোরীয় হটলাইন চালু প্রশ্নে উ. কোরিয়ার সম্মতি

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৩, ২০১৮, ০৭:২৯ পিএম

ঢাকা: আন্তঃকোরীয় হটলাইন আবারো চালু করার ব্যাপারে পিয়ংইয়ংয়ের প্রতিশ্রুতিকে অভিনন্দন জানিয়েছে সিউল। দক্ষিণ কোরিয়া বলেছে, পরমাণু ক্ষমতাধর উত্তর কোরিয়ার সাথে দীর্ঘদিন ধরে স্থবীর থাকা সংলাপ পুনরায় শুরু করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

বুধবার (৩ ডিসেম্বর) বার্তাসংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের প্রধান প্রেস সেক্রেটারি ইয়োন ইয়ং-চান বলেন, ‘হটলাইন পুন:স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন ঘোষণা একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেছে। এর ফলে সব সময় যোগাযোগ করা সম্ভব হবে।’

সোনালীনিউজ/ঢাকা/এআই