তিউনিশিয়ায় সংকট: গ্রেপ্তার ২০০

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১১, ২০১৮, ০১:০৪ পিএম

ঢাকা: তিউনিশিয়ায় সংঘর্ষ চলাকালে দুই শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অনেক পুলিশ সদস্য আহত হয়েছে। সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে ক্ষুদ্ধ জনগণ রাস্তায় নেমে এলে সংঘর্ষের ঘটনা ঘটে। 

বুধবার (১০ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। 

আরব বসন্ত আন্দোলন ছড়িয়ে পড়ায় ২০১১ সালে উত্তর আফ্রিকার এ দেশে তুলনামূলকভাবে স্বাভাবিক গণতান্ত্রিক পরিবর্তন হলেও সাত বছর পর দেশটির ব্যাপক অর্থনৈতিক মন্দাকে কেন্দ্র করে এ আন্দোলন ছড়িয়ে পড়ে।

এ বছরের শুরুতে সীমিত নতুন বাজেট কার্যকর করার পর মূল্য-সংযোজন ও সামাজিক কর বাড়ানোকে কেন্দ্র করে তিউনিশিয়ায় অস্থিরতা ছড়িয়ে পড়ে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খলিফা চিবানি স্থানীয় রেডিওকে বলেন, মঙ্গলবার ও বুধবার দেশব্যাপী সংঘর্ষ চলাকালে পুলিশ বাহিনীর ৪৯ জন সদস্য আহত হয়েছে এবং এ সময় ২০৬ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, এ সময় বিভিন্ন স্থাপনায় হামলার কারণে অনেক সম্পদের ক্ষতি হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই