কাবুলে বোমা হামলায় নিহত বেড়ে একশ’র কাছে

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০১৮, ১০:৫৮ পিএম

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি পুলিশ চেকপয়েন্টে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। শনিবারের(২৭ জানুয়ারি) এ ঘটনায় আরও ১৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

হামলার কয়েক ঘণ্টা পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, হামলায় নিহতের সংখ্যা অন্তত ৯৫ জনে দাঁড়িয়েছে এবং ১৫৮ জন আহত ছেন।

গত মে মাসের পর থেকে এটি কাবুলে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা।

শহরটির সবচেয়ে নামী হোটেলগুলোর মধ্যে অন্যতম ইন্টারকন্টিনেন্টালে প্রাণঘাতী হামলার মাত্র এক সপ্তাহ পরই এ হামলাটি চালানো হল।  অপরদিকে তালেবান হামলার দায় স্বীকার করেছে। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চালানো হামলার দায়ও স্বীকার করেছিল বিদ্রোহী এই গোষ্ঠীটি; ওই হামলায় ২০ জনেরও বেশি নিহত হন।

ওই হামলার পর এটিই শহরটিতে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা। দুটি হামলাস্থলের মধ্যবর্তী দূরত্বও খুব বেশি নয়।

সোনালীনিউজ/আতা