গাজায় বিস্ফোরণে ৪ ইসরায়েলি সেনা আহত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ০৯:৫৮ এএম

ঢাকা: ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরাইলি গণমাধ্যম হাজেতের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শনিবার (১৮ ফেব্রুয়ারি) ইসরায়েলি বিমান হামলার পর এই ঘটনা ঘটে। 

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানায়, একদিন আগেই সীমানার কাছে এই বোমা পুঁতে রাখা হয়েছিল। এখনো কেউ হামলার দায়ভার স্বীকার করেনি। 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর কঠিন জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

উল্লেখ্য, ফিলিস্তিনের সমুদ্রতীরবর্তী গাজা অঞ্চলটি ফিলিস্তিন মুক্তি আন্দোলন হামাসের নিয়ন্ত্রণে আছে। যা দখল করার জন্য ইহুদিবাদি ইসরাইল মুখিয়ে আছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই