আফগানিস্তানে বিস্ফোরণে ১১ জঙ্গি নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৮, ২০১৮, ০৪:১৬ পিএম

ঢাকা : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ তালেবান জঙ্গি নিহত হয়েছে। বোমা তৈরি করতে গিয়ে দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটলে এ প্রাণহানি ঘটে। মঙ্গলবার (৮ মে) প্রাদেশিক সরকারের মুখপাত্র একথা জানান। খবর সিনহুয়ার।

মুখপাত্র হারিফ নুরি সিনহুয়াকে বলেন, ‘সোমবার বিকেলে আফগানিস্তানের আন্দার জেলার গুজারা-ই-গিলান গ্রামে এ বিস্ফোরণ ঘটে।’

তালেবান জঙ্গি ও ইসলামিক স্টেটের যোদ্ধারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে রাস্তার পাশে বোমা পেতে রাখতে সাধারণত হাতে তৈরি এ ধরনের বোমা ব্যবহার করে থাকে।

মঙ্গলবার (৮ মে) সকালের দিকে জেলা পুলিশ প্রধান বশীর আহমেদ সিনহুয়াকে বলেন, কান্দাহার প্রদেশের দক্ষিণের মেওয়ান্দ এলাকায় সোমবার এক বোমা হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। এ প্রতিবেদনের ব্যাপারে তালেবান জঙ্গি গ্রুপের কোন মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: বাসস

সোনালীনিউজ/জেডআরসি