প্যারিসে হামলায় নিহত ১, আহত অন্তত ৪

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৩, ২০১৮, ০৯:১৮ এএম

ঢাকা: ফ্রান্সের গণমাধ্যম বলছে, প্যারিসে এক ব্যক্তি ছুরি দিয়ে হামলা চালালে একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছে। হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছে।

হামলাকারীর পরিচয় এখনো জানা যায়নি। সেন্ট্রাল প্যারিসে অপেরা ডিস্ট্রিকে হামলার ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মানুষজন ভয়ে রাস্তা থেকে দৌড়ে বিভিন্ন রেস্টুরেন্টের ভেতর আশ্রয় নিয়েছে। এই হামলার উদ্দেশ্য কী ছিল-সেটা তাৎক্ষণিকভাবে এখনো জানা যায়নি। পরে ইসলামিক স্টেট গ্রুপ দাবি করেছে, তাদের একজন সৈন্য এই হামলা চালিয়েছে।

স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে যাত্রীদের ওপর ছুরি নিয়ে হামলা শুরু করে ওই হামলাকারী। তিনি কয়েকটি বার ও রেস্তোঁরায়ও হামলার জন্য প্রবেশের চেষ্টা করেন।

পুলিশ তাকে প্রথমে চেতনানাশক গুলি ছুড়ে অচেতন করে আটকের চেষ্টা করে। কিন্তু সেটি সম্ভব না হওয়ায় তাকে গুলি করে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, আবারো ফ্রান্স থেকে রক্ত ঝরল, কিন্তু শত্রুদের এক ইঞ্চি স্বাধীনতাও দেওয়া হবে না।


সোনালীনিউজ/ঢাকা/আকন