ইন্দোনেশিয়ায় তিন গির্জায় বিস্ফোরণে নিহত ১০

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৩, ২০১৮, ০৫:৩৯ পিএম

ঢাকা : ইন্দোনেশিয়ার সুরাবায়াতে সকালে তিনটি গির্জায় বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশসহ ৪০ জন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।

পুলিশ জানিয়েছে, তিনটি হামলার মধ্যে প্রথমটি আত্মঘাতী বোমা হামলা ছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় হামলাকারী ছদ্মবেশ নিয়ে স্যান্টা মারিয়া রোমান ক্যাথলিক চার্চে প্রবেশের সময় হামলা করে। এ ঘটনায় হামলাকারীসহ নিহত হয়েছেন চারজন।

এর কিছুক্ষণ পর দিপোনেগোরোতে আরেকটি গির্জায় দ্বিতীয় বিস্ফোরণে মারা যান দু’জন। এর আধঘণ্টা পর পান্তেকোস্তা গির্জায় তৃতীয় বিস্ফোরণে নিহত হন আরও দু’জন। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়েছে আরও একজনের।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর