মিয়ানমারকে সময় বেধে দিলো আইসিসি

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৪, ২০১৮, ১২:১১ পিএম

ঢাকা: রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় মামলা পরিচালনার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে, মিয়ানমারকে একমাসের সময় বেধে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত- আইসিসি।

একইসঙ্গে রাখাইনের কয়েক লাখ মুসলিম যে শরণার্থী হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, সে বিষয়েও মিয়ানমারকে জবাবদিহি করতে বলা হয়েছে। আগামী ২৭ জুলাইয়ের মধ্যে এসব বিষয়ে পদক্ষেপ নিতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আইসিসি।

এরআগে আইসিসি রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে তদন্ত করতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছিল। মিয়ানমার সেনাবাহিনীর হত্যা ও নির্যাতনের শিকার হয়ে বহু রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন