জাপানে মৃতের সংখ্যা বেড়ে ১৩০

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১০, ২০১৮, ০১:১২ পিএম

ঢাকা : জাপানের পশ্চিমাঞ্চলে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩০ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১০ জুলাই) সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। জাপানে তিন দশকের মধ্যে বৃষ্টিপাতের কারণে এবারই সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হলো।

উদ্ধারকর্মীরা কাদা মাড়িয়ে এবং আবর্জনার স্তূপ পরিষ্কার করার কাজ করছেন জীবিতদের উদ্ধারের জন্য। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, এখনো ৫৯ জন নিখোঁজ রয়েছেন। নদ-নদীর পানি তীর উপচে পড়ার পর সংশ্লিষ্ট এলাকা থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বোন ও দুই সন্তানকে খুঁজছেন কসুকে কিয়োহারা (৩৮)। তিনি বলেন, ‘আমার পরিবারকে সবচেয়ে খারাপ খবর শোনার জন্য প্রস্তুতি নিতে বলেছি।’

বন্যা সংকট পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী শিনজো আবে বিদেশ সফর বাতিল করেছেন। ওকায়ামা অঞ্চলসহ আক্রান্ত এলাকাগুলোয় এখনো বন্যা সতর্কতা জারি রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতি ভালো হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে উদ্ধার তৎপরতায় গতি আসবে।

সোনালীনিউজ/এমটিআই