পাকিস্তানে নির্বাচন ঘিরে জঙ্গি হামলার শঙ্কা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৪, ২০১৮, ০৩:০৪ পিএম

ঢাকা : জাতীয় নির্বাচন ঘিরে পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা আশংকাজনকহারে বেড়েছে। মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে দুটি আলাদা হামলায় নিহত কমপক্ষে দেড়শো মানুষ। হামলার ঘটনায়, ২৫ জুলাইয়ের নির্বাচনে জনসম্পৃক্ততা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

জাতীয় নির্বাচন ঘিরে হামলার হুমকি ছিল জঙ্গিদের। জবাবে আফগান সীমান্তে সফল অভিযানের দাবি পাকিস্তান সেনাবাহিনীর।

সেনাবাহিনীর সতর্ক অবস্থানের মধ্যেই একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা।

শুক্রবার (১৩ জুলাই) বেলুচিস্তান সাক্ষী হলো জঙ্গি ভয়াবহতার। মাসটাং জেলায় নির্বাচনি প্রচারে আইএসের হামলায় নিহত হন বেলুচিস্তান আওয়ামী পার্টির প্রার্থী সিরাজ রাইসানিসহ ১২৮ জন। আহত দুই শতাধিকের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক।

বেলুচিস্তান হামলার কিছু সময় আগে, খাইবার পাখতুনখাওয়ায় ভোটের প্রচারে বোমা হামলায় নিহত হয়েছেন ৪ জন। নির্বাচনি জনসভা থেকে ফেরার পথে প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী আকরাম খান দুররানির গাড়িবহরে এ হামলা হয়। তবে অক্ষত আছেন সাবেক মুখ্যমন্ত্রী।

এর আগে, মঙ্গলবার পেশোয়ারে আওয়ামী ন্যাশনাল পার্টির সমাবেশে আত্মঘাতী বোমায় নিহত হন ২২ জন। প্রাণ হারান এএনপির নেতা ও নির্বাচনের প্রার্থী হারুন বিলোর।

নির্বাচনের মাত্র কয়েক দিন আগে, প্রার্থীদের লক্ষ্য করে হামলায়, ভোটে জনগণের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে সংশয়। অবশ্য, নিরাপদ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি পাকিস্তান সেনাবাহিনীর। জানিয়েছে, ভোটে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে প্রায় চার লাখ সেনা সদস্য।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই