মুক্তি পেল ইসরায়েলি সেনাকে চড় মারা সেই ফিলিস্তিনি তরুণী

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৯, ২০১৮, ০৪:০৭ পিএম

ঢাকা: ইসরায়েলি সেনাকে চড় ও লাথি মারা ঘটনায় আটক ফিলিস্তিনি তরুণী আহেদ তামিমি (১৬) জেল থেকে মুক্তি পেয়েছেন। তবে এর আগে ওই ঘটনায় তাকে আট মাস জেল খাটতে হয়েছে।

ইসরায়েলের প্রিজন সার্ভিস জানিয়েছে, জেল থেকে মুক্তি পেয়ে আহেদ তামিমি এখন পশ্চিম তীর ফিরে যাচ্ছে।

তামিমিকে গ্রেপ্তারের পর ইসরায়েলি কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ১২টি অভিযোগ আনে। কিন্তু গেল মার্চে শারীরিক হামলাসহ চারটি অভিযোগে দোষ স্বীকার করেন ওই ফিলিস্তিনি তরুণী।

গত বছরের ১৫ ডিসেম্বর ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরে নবী সালাহ’য় নিজের বাড়ির বাইরে একজন ইসরায়েলি সেনাকে চড় ও লাথি মারেন আহেদ। আর সেই ভিডিও ধারণ করেন তার মা নারিমান তামিমি। তিনি ওই ভিডিও তার ফেসবুকে প্রকাশ করলে তার ভাইরাল হয়ে যায়।

ওই ঘটনার পর ফিলিস্তিনিদের কাছে ইসরায়েলি দখলদারিত্বের বিরোধিতার প্রতীক হয়ে ওঠেন আহেদ তামিমি। তবে ইসরায়েলিরা তাকে একজন প্রকাশ্য উত্তেজনা-সৃষ্টিকারী হিসেবে বিবেচনা করে।

ইসরায়েলের শিক্ষামন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, আহেদ তামিমি ‘সারা জীবন কারাবাস’ পাওয়ার যোগ্য।

এদিকে অনেক ইসরায়েলি মনে করেন, আহেদ তামিমির পরিবার তাকে দিয়ে ইসরায়েলি সেনাদের উস্কানি দেয়ার চেষ্টা করেছেন।

তবে চড় ও লাথির ঘটনার পর ফিলিস্তিনিদের জাতীয় আইকনে পরিণত হওয়া আহেদের ম্যুরাল ও পোস্ট বিভিন্ন রাস্তায় শোভা পায়। আর তার বাবা আহেদের মুক্তির দাবিতে অনলাইন ১৭ লাখ স্বাক্ষর সংগ্রহ করেন। সূত্র বিবিসি

সোনালীনিউজ/এমএইচএম