মমতাকে হিন্দু ধর্ম ত্যাগ করতে হবে

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৩০, ২০১৮, ১১:৩১ এএম

ঢাকা : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু ধর্ম ত্যাগ করতে বলেছেন রাজস্থানের শ্রমমন্ত্রী যশবন্ত সিং যাদব।

রোববার (২৯ জুলাই) ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গত ২০ জুলাই রাতে আলোয়ারের রাস্তায় গণপিটুনিতে নিহত হন রাকবর খান নামে এক ব্যক্তি।

ওই ঘটনার পর ভারতজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি থেকে শুরু করে অনেকেই ঘটনায় পুলিশের ভূমিকার নিন্দা করেন। ওই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি দেশে তালেবানী হিন্দুত্বের বাতাবরণ তৈরি করতে চাইছে।

মমতার ওই মন্তব্যের সমালোচনা করে শ্রমমন্ত্রী যশবন্ত সিং বলেন, ‘যে বিষয় মন্তব্য করছেন সেটা উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বোঝেন না, দেশকে ভালোও বাসেন না। সমস্ত হিন্দুবাদী সংগঠনকে চরমপন্থী আখ্যা দিয়েছেন নির্লজ্জের মতো। তাই ওঁর উচিত হিন্দু ধর্ম ত্যাগ করা এর আগে এক অনুষ্ঠানে বিজেপির এই মন্ত্রী বলেছিলেন, ‘গো-মাতা’কে জবাই বা চোরাচালান করলে হিন্দুরা চুপ থাকবে না।

সোনালীনিউজ/এমটিআই