নোবেল বিজয়ী ঔপন্যাসিক নাইপল আর নেই

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১২, ২০১৮, ১১:৪২ এএম

ঢাকা: নোবেল বিজয়ী ঔপন্যাসিক স্যার ভি.এস নাইপল মারা গেছেন। শনিবার লন্ডনে নিজ বাসায় ৮৫ বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।

১৯৩২ সালে তিনি ত্রিনিদাদে জন্মগ্রহণ করেন। ৩০টির বেশি বই লিখেছেন এ ঔপন্যাসিক। ১৯৭১ সালে তিনি বুকার পুরস্কার জেতেন। নোবেল পুরস্কারে সম্মানিত হন ২০০১ সালে।

এর আগে, সরকারি বৃত্তি নিয়ে ১৯৫০ সালে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। ১৯৫১ সালে প্রকাশিত হয় তার প্রথম বই মিস্টিক মাসাউর। তার তিন বছর পর প্রকাশিত হয় তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস ‘এ হাউস ফর মিস্টার বিশ্বাস’।

১৯৯৬ সালে প্রথম স্ত্রী পেট্রিসিয়া মারা যাওয়ার পর পাকিস্তানি সাংবাদিক নাদিরার সঙ্গে ঘর বাঁধেন ভিএস নাইপল। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সাহিত্যাঙ্গনে।


সোনালীনিউজ/ঢাকা/আকন