আর্জেন্টিনায় বারাক ওবামার ট্যাঙ্গো নাচ

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৪, ২০১৬, ১২:৩৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

আর্জেন্টিনা সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এক নারী নৃত্যশিল্পীর অনুরোধে সাড়া না দিয়ে পারলেন না। দেশটির জনপ্রিয় ট্যাঙ্গো নৃত্যে অংশ নিলেন তিনি। বুধবার রাতে রাজধানী বুয়েনস এইরেসের সাংস্কৃতিক কেন্দ্রে রাষ্ট্রীয় আপ্যায়নের আয়োজন করা হয়।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, প্রথমে ওই নৃত্যশিল্পী প্রেসিডেন্ট ওবামার প্রতি হাত বাড়ালে তিনি নাকচ করেন। তার পর কয়েকবার তিনি ওবামাকে আরো নাচের অনুরোধ করেন। একসময় তিনি চেয়ার ছেড়ে ওঠেন এবং স্বর্ণালি পোশাক পরা ওই নারীর সঙ্গে প্রায় এক মিনিট নাচেন। এ সময় ট্যাঙ্গো সংগীত বাজতে থাকে।

পাশেই থাকা ফার্স্ট লেডি মিশেল ওবামাও আরেক পুরুষ শিল্পীর সঙ্গে নাচেন। নাচ শেষ হলে ফার্স্ট লেডি ও প্রেসিডেন্ট বেশ কিছুক্ষণ নিজ নিজ নৃত্যসঙ্গীর সঙ্গে কথা বলেন।

আর্জেন্টিনায় রাষ্ট্রীয় সফরে থাকা ওবামা প্রতিশ্রুতি দিয়েছেন, ১৯৭০ ও ১৯৮০-এর দশকে দেশটির তৎকালীন সরকারের হাতে প্রায় ৩০ হাজার নাগরিক খুন বা গুম হওয়ার ব্যাপারে গোপন নথি প্রকাশ করবে যুক্তরাষ্ট্র।

সোনালীনিউজ/এমটিআই