বলিভিয়ায় গণভোটে হেরে গেলেন মোরালেস

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০১৬, ০২:২৩ পিএম

সোনালীনিউজ ডেস্ক

গণভোটে অল্পের জন্য হেরে গেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট। ইভো মোরালেসের চতুর্থ দফায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার পথ সুগম করতে ওই নির্বাচনের আয়োজন করা হয়েছিল। বুথফেরত জরিপে এমনটাই বলা হচ্ছে।
একটি জরিপে বলা হচ্ছে, সংবিধান সংশোধনীর প্রস্তাবের বিপক্ষে ৫২ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে। অন্য একটি জরিপে এই সংখ্যা ৫১ শতাংশ বলা হচ্ছে। খবর এএফপির।
এই পরিবর্তন হলে মোরালেস ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতেন।
তিনি বলেন, সংস্কারের জন্য আরো সময়ের প্রয়োজন।
গণভোটের ফলাফলে বিরোধীরা উল্লাস প্রকাশ করে। তারা দেশটির প্রধান শহর লাপাজের কয়েকটি স্থানে গণভোটের এই ফলাফলে উল্লাস করে।
বলিভিয়ার একজন আদিবাসী ও সাবেক কোকো পাতা উৎপাদনকারী মোরালেস ২০০৬ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
২০২০ সালে তার চলতি তৃতীয় মেয়াদ শেষ হবে।

সোনালীনিউজ/এইচএআর