অটল বিহারী বাজপেয়ী আর নেই

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৮, ০৬:৫১ পিএম

ঢাকা: ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মারা গেছেন। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেল ৫.০৫ মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে (এইএমএস) ৯৩ বছর বয়সী এই রাজনীতিকের মৃত্যু হয় বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

চিকিৎসক আরতি ভিজ জানান, ‘গত ৯ সপ্তাহ ধরে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী হাসপাতালে ভর্তি ছিলেন। দুর্ভাগ্যজনক ভাবে গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। মূত্রনালিতে সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যায় প্রায় দু মাস ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি।

এর আগে সাবেক এই প্রধানমন্ত্রীর অসুস্থতার কথা শুনে হাসপাতালে ছুটে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজপেয়ীর শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। হাসপাতালে প্রায় ৫০ মিনিটের মতো সময় কাটান মোদী।  

হাসপাতালে নেফ্রোলজি, কার্ডিওলজি, গ্যাস্ট্রোএনটেরোলজি এবং পালমোনোলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল টিম তার শারীরিক অবস্থার সর্বক্ষণ নজর রাখছে।

সোনালীনিউজ/জেএ