আফগানিস্তানের আইএস প্রধান নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৭, ২০১৮, ০৪:৪২ পিএম

ঢাকা : আফগানিস্তান ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু সাদ এরহাবি নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সরকার। আইএস’র গোপন আস্তানায় অভিযানে এরহাবি নামের ওই আইএস প্রধান নিহত হন।  

রোববার (২৬ আগস্ট) দেশটির সরকার এক বিবৃতিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, শনিবার (২৫ আগস্ট) রাতে নানগরহর প্রদেশে অভিযানে এরহাবি নামের আইএস প্রধান নিহত হন।

জাতীয় নিরাপত্তা সংস্থা তাদের বিবৃতিতে জানায়, আফগান ও বৈদেশিক বাহিনীর স্থল ও আকাশপথের যৌথ আক্রমণে সন্ত্রাসী গোষ্ঠী আইএসের আরও দশ সদস্য নিহত হন।

বিবৃতিতে বলা হয়, আইএসের দুইটি গোপন আস্তানায় আক্রমণে বিপুলসংখ্যক ভারী ও হালকা অস্ত্র এবং গোলাবারুদ ব্যবহার করা হয়েছে।   

তবে এ বিষয়ে আইএসের সংবাদমাধ্যম ‘আমাক’ কোনো মন্তব্য করেনি। এদিকে ন্যাটো জোটের কাছ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। নানগরহর প্রদেশের গর্ভনর বলেন, ২০১৭ সালের পর আফগানিস্তানে নিযুক্ত নিহত আইএস প্রধানদের মধ্যে আবু সাদ এরহাবি চতুর্থ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর