বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে থাকতে দেয়া হবে না

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০১৮, ০৭:২৮ পিএম

ঢাকা : ভারতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন, ‘বিজেপির সংকল্প হলো, এ দেশে একজনও বাংলাদেশি অনুপ্রবেশকারীকে থাকতে দেবে না। তাদেরকে বেছে বেছে এখান থেকে বিতাড়ন করা হবে।’

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিজেপিশাসিত রাজস্থানের জয়পুরে দলীয় কর্মীদের এক সভায় তিনি এ মন্তব্য করেন।

অন্যদিকে সোমবার সন্ধ্যায় দিল্লিতে এনআরসিবিষয়ক এক আলোচনাসভায় বিজেপির প্রভাবশালী সাধারণ সম্পাদক রাম মাধব বলেন, ভারতের আসামে চূড়ান্ত নাগরিক তালিকা বা এনআরসি থেকে যাদের নাম বাদ পড়বে তাদের বাংলাদেশেই 'ডিপোর্ট' করা হবে।

তিনি বলেন, এখানে আমাদের পরিকল্পনা হলো তিনটি ডি-ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট। অর্থাৎ প্রথম ধাপে অবৈধ বিদেশি কারা, তাদের শনাক্ত করা হবে (ডিটেক্ট)- যেটা এখন চলছে।

তারপর ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার প্রক্রিয়া শুরু হবে (ডিলিট)। আর তারপর আমরা তাদের বাংলাদেশে ডিপোর্ট করব!

এর আগে বিজেপির শীর্ষ স্তরের কোনো নেতাই এত স্পষ্টভাবে এনআরসি থেকে বাদপড়া লোকজনকে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার কথা বলেননি।

এ সময় উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও। তিনি মন্তব্য করেন, অবৈধ বিদেশিদের খুঁজতে আসামের পর এবার সারা ভারতেই এনআরসি প্রক্রিয়া চালু করা উচিত।

সোনালীনিউজ/এমটিআই