এবার ‘বন্দুক সেলফি’ তুলতে গিয়ে মৃত্যু&

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১০, ২০১৬, ০১:৩৫ পিএম

সোনালীনিউজ ডেস্ক

স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে সেলফি যেন একটি নেশার মত হয়ে গেছে । বিমানে সেলফি থেকে শুরু করে পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয়েছে অনেকের। এবার বান্ধবীকে সঙ্গে করে বন্দুক নিয়ে সেলফি তুলতে গিয়ে গুলি বেরিয়ে প্রাণ হারালো এক ব্যক্তি।

গত সপ্তাহের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের স্কাগিট কাউন্টিতে ঘটেছে এমন ঘটনা। পরে ৪৩ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

গণমাধ্যমটি এক খবরে জানায়, নিজের বাসায় বান্ধবীকে নিয়ে ছবি তুলছিলেন ওই ব্যক্তি। এক পর্যায়ে নিজের বন্দুকটি নিয়ে তারা বেশ কয়েকবার ছবি তোলেন। এর মধ্যে কয়েকবার ওই ব্যক্তি বন্দুকে গুলি ভরেন ও বের করেন। শেষবার যখন তিনি গুলি ছোড়েন তখন বন্দুকের মধ্যে একটি বুলেট থেকে গিয়েছিল। ওই বুলেটের কারণেই ঘটে যায় দুর্ঘটনা।

নিউইয়র্ক পুলিশ ঘটনাটির প্রাথমিক তদন্তে একই কথা জানিয়েছেন। তবে পূর্ণ তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষ হলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোনালীনিউজ/এন