ফিলিপাইনে ভূমিধসে নিহত ৩, মাটির নিচে চাপা ১০ বাড়ি

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৮, ১১:৪২ এএম

ঢাকা: ফিলিপাইনের মধ্যাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে তিন জনের মৃত্যু হয়েছে। মাটির নিচে চাপা পড়েছে ১০টি বাড়ি। বৃহস্পতিবার প্রত্যন্ত একটি কৃষি পল্লীতে এ ঘটনা ঘটে। একথা জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি ২০১৮ সালের সবচেয়ে শক্তিশালী ঝড় ম্যাংখুতের আঘাত হানে ফিলিপাইনে। ঝড়ের আঘাতে বিপর্যস্ত ফিলিপাইন এখনো স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসতে পারেনি। ম্যাংখুতের প্রভাবে সৃষ্ট এক ভূমিধসের উদ্ধার কাজ এখনো শেষ হয়নি। এর আগেই আরোপ একটি ভূমিধসের শিকার হলো ফিলিপাইনবাসী।

আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা নেইল বালাবা সেবু দ্বীপের তিনা গ্রামে ঘটা ভূমিধসের কথা উল্লেখ করে বলেন, সেখান থেকে ‘আমরা তিনটি লাশ ও আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করেছি।’

তিনি আরো বলেন, এতে ১০ থেকে ১৫টি বাড়ি মাটির নীচে চাপা পড়েছে বলে স্থানীয় উদ্ধারকর্মীরা ধারণা করছেন। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। সূত্র-বাসস ও গালফ নিউজ।


সোনালীনিউজ/ঢাকা/আকন