কঙ্গোয় ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৭, ২০১৮, ১১:০৭ এএম

ঢাকা: আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৫০ জন নিহত ও অন্তত ১০০ জন আহত হয়েছে। হতাহতরা সবাই আগুনে দগ্ধ হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

গতকাল শনিবার কঙ্গোর মধ্যাঞ্চলীয় প্রদেশে এ ঘটনা ঘটেছে। মহাসড়কে চলার সময় অন্য একটি বাসের সঙ্গে সংঘর্ষের পর ট্যাংকারটিতে আগুন ধরে বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রদেশের ডেপুটি গভর্নর আতু মাতুবুয়ানা এনখুলুকি জানান, দুর্ঘটনার শিকার ব্যক্তিদের সাহায্যে সম্ভাব্য সবকিছুই করছে সরকার। রাজধানী কিনশাসা থেকে ১৩০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছে। ৫০ ব্যক্তির মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি।

তিনি বলেন, দুর্ঘটনায় আরও ১০০ জন পুড়ে গেছে যাদের অবস্থা বেশ সংকটাপন্ন।

কিসান্তু শহরের নিকটবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


সোনালীনিউজ/ঢাকা/আকন