সৌদি বাদশাহর পদত্যাগ দাবি প্রিন্সের

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৮, ০৮:৫৯ পিএম

ঢাকা: মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর রাষ্ট্র সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির সরকারবিরোধী প্রিন্স খালেদ বিন ফারহান আলে সৌদ।

বাদশহা আব্দুল আজিজ ও তার পরিবার সৌদি আরবে জনপ্রিয়তা হারিয়েছেন উল্লেখ করে তিনি এ দাবি জানিয়েছেন। দৈনিক আল-কুদস আল আরাবিয়া এর বরাত দিয়ে এ খবর দিয়েছে আইআরআই।

সৌদি প্রিন্স বলেন, তড়িঘড়িমূলক বিভিন্ন পদক্ষেপ ও নীতির কারণে রাজা সালমান ও তার পরিবার জনপ্রিয়তা হারিয়েছেন। সৌদি জনগণ এই রাজাকে আর চায় না। এ অবস্থায় রাজার উচিৎ ক্ষমতা অন্য কারো কাছে হস্তান্তর করা।

ইতিপূর্বে বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পদত্যাগের দাবিতে যুক্তরাজ্যে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভকারীরা বর্তমান রাজার ভাই আহমাদ বিন আব্দুল আজিজের পক্ষে স্লোগান দেন।

সোনালীনিউজ/এমএইচএম