ইমরানের খানের কাছে সাহায্য চাইলেন ট্রাম্প!

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০১৮, ১০:৩৬ পিএম

ঢাকা: আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য পাকিস্তানের সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি চিঠি লিখেছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ইমরান খানের সাহায্য চেয়ে চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তান যুদ্ধে উভয় পাকিস্তান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই ক্ষতির শিকার হয়েছে। সে কারণে উভয় দেশকে সহযোগিতা বাড়াতে উচিত।

চিঠিতে ট্রাম্প বলেছেন, আফগানিস্তান যুদ্ধের অবসান ঘটানোকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প। এ জন্য আফগান সরকারের সঙ্গে তালেবানদের আলোচনায় বসানো জরুরি। এ জন্য তিনি পাকিস্তানের সাহায্য চান।

ট্রাম্পের এ চিঠিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাগত জানিয়েছে।

তবে ট্রাম্প এখন পাকিস্তানে সহযোগিতা চাইলে ইতিমধ্যে তিনি পাকিস্তানের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছেন। পাকিস্তানকে দেয়া বিভিন্ন আর্থিক সুবিধা বন্ধ করে দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সঙ্গে দেশটির দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। ট্রাম্প পাকিস্তানকে অর্থ সহায়তা বন্ধ করে দেয়ারও ঘোষণা দেন।

সোনালীনিউজ/এমএইচএম