টাইমের পারসন অব দ্য ইয়ারের তালিকায় খাশোগি

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৮, ০৯:১৬ পিএম

ঢাকা : আমেরিকান বিশ্ববিখ্যাত ম্যাগাজিন টাইম তার ‘পারসন অব দ্য ইয়ার’ সেশনের জন্য প্রখ্যাত সৌদি সাংবাদিক জামাল খাশোগিসহ হত্যার শিকার ও কারাগারে থাকা একদল সাংবাদিকের ছোট তালিকা ঘোষণা করেছে।

মঙ্গলবার বিশ্বব্যাপী বহুলপ্রাচারিত এ ম্যাগাজিনটি খাশোগিসহ সাহসী একদল সাংবাদিকের নাম ঘোষণা করে। পরে প্রতিষ্ঠানটি উল্লেখ করে, যারা সত্য ঘটনা অনুসন্ধানে ঝুঁকি নিয়েছেন, তার মধ্য থেকে ২০১৮ সালের পারসন অব দ্য ইয়ার করা হবে।

টাইমের ঘোষণা করা এসব সাংবাদিকের দলটিকে ‘দ্য গার্ডিয়ানস’ এবং ‘সত্যের জন্য যুদ্ধ’ নামে পরিচিত করা হয়েছে।

এ দলে চলতি বছরের অক্টোবরে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে হত্যার শিকার জামাল খাশোগি ছাড়াও রয়েছেন- বিশ্ববিখ্যাত আরও বেশ কয়েকজন সাংবাদিক। যারা জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারিত্ব ঠিকিয়েছেন এবং সেজন্য কারাবরণ ও নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন।

তারা হলেন- ফিলিপাইনের নামকরা নারী সাংবাদিক মারিয়া রেসা, মিয়ানমারে রোহিঙ্গা সংকটের সংবাদ সংগ্রহ করতে গিয়ে কারাগারে থাকা সংবাদ সংস্থা রয়র্টাসের দুই সাংবাদিক ওয়া লোন এবং কিয়াও সো, গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম ক্যাপিটাল গ্যাজেটের নিউজরুমে বন্দুকধারীর গুলিতে নিহত পাঁচ স্টাফ।

সোনালীনিউজ/এমটিআই