ডোনাল্ড ট্রাম্পের দাতব্য প্রতিষ্ঠান বন্ধ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৮, ১০:২০ এএম

ঢাকা: অবৈধভাবে তহবিল ব্যবহারের অভিযোগের মুখে অবশেষে নিজের দাতব্য প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল বারবারা আন্ডার উড এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

তিনি বলেন, তদন্ত চলাকালে দেখা গেছে, ট্রাম্প ও তার তিন সন্তান ডোনাল্ড জে ট্রাম্প ফাউন্ডেশনের তহবিল ব্যক্তিগত ও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণাসহ নানা উদ্দেশ্যে ব্যবহার করেছে। তবে দাতব্য প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলেও তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত থাকবে বলে জানান অ্যাটর্নি জেনারেল।

১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের বিরুদ্ধে তহবিল অবৈধভাবে ব্যবহারের অভিযোগ এনে চলতি বছরের জুন মাসে মামলা করা হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন