উনি ইংরেজি বলতে পারেন না: মোদিকে বললেন মমতা

  • আন্তর্জঅতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১১, ২০১৯, ১০:২৪ পিএম

ঢাকা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘উনি (প্রধানমন্ত্রী) এত সব বক্তৃতা দেন। কিন্তু উনি তো একবর্ণ ইংরেজি বলতে পারেন না। তাই বক্তৃতা দেয়ার সময় টেলিপ্রম্পটার দেখে ইংরেজি বলেন। মিডিয়া এটা জানে ভালোমতোই।

আমরা জানি। আপনি স্ক্রিনের দিকে তাকাচ্ছেন, বক্তব্যটা দেখছেন আর গড়গড় করে পড়ে যাচ্ছেন... এটাই টেলিপ্রম্পটার। আমরা কিন্তু এসব ব্যবহার করি না

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) নদিয়াতে প্রশাসনিক সভায় অংশ নিতে গিয়ে তিনি নরেন্দ্র মোদিকে নিয়ে এসব কথা বলেন তিনি।

এনডিটিভির এক প্রতিবেদনে আরো বলা হয়, ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পটিকে গ্রহণ করতে এর আগেই পাঁচটি রাজ্য নাকচ করে দিয়েছে তাদের রাজ্যের কাছে আরো উন্নতমানের স্বাস্থ্যপ্রকল্প রয়েছে, এই যুক্তিতে। মমতাও একই সুরে ওইসব রাজ্যের মুখ্যমন্ত্রীদেরই মতো কথা বলছেন।

তিনি বলেন, আমাদের আরোগ্যশ্রী রয়েছে, যা কোনো অংশে কম নয়।

সোনালীনিউজ/এমএইচএম