নাইজেরিয়ায় স্কুল ভবন ধসে নিহত ১০

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৪, ২০১৯, ১০:৫৮ এএম

ঢাকা: নাইজেরিয়ার লাগোস শহরে একটি স্কুল ভবন ধসের ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই শিক্ষার্থী। এসময় স্কুলে ভবনের ধ্বসস্তূপে আটকা পড়ে আরো শতাধিক শিশু।

বুধবার সকালে লাগোসের ইটা ফাজি আইল্যান্ডের চারতলা স্কুল ভবনটি ধসে পড়ে বলে জানিয়েছে বিবিসি।

এসময় স্কুলটিতে ১০০ জনেরও বেশি ছাত্র ছিল বলে সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছে উদ্ধারকারী কর্মকর্তারা। তারা সবাই বিধ্বস্ত ভবনটিতে আটকা পড়ে।

তবে দুর্ঘটনার পরপরেই শুরু হয় উদ্ধার তৎপরতা। ইতিমধ্যে ৩৭ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া আরো দশজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম এখনও চলছে।

তাৎক্ষণিকভাবে এই স্কুল ধসের কারণ জানা যায়নি। অপরিকল্পিত ও দুর্বল কাঠামোর কারণে নাইজেরিয়ায় এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে। ২০১৬ সালে রোববার প্রার্থণা চলাকালে গির্জার ছাদ ধসে কমপক্ষে একশ জন উপাসনাকারী প্রাণ হারিয়েছিলো। সূত্র: বিবিসি/সিএনএন


সোনালীনিউজ/ঢাকা/আকন