বিমানবন্দরে মালয়েশিয়ার নাগরিকের স্যুটকেসে জীবিত মানবভ্রণ!

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৯, ২০১৯, ০৭:১১ পিএম

ঢাকা: বিমানবন্দরে স্যুটকেসে জীবিত মানবভ্রুণ পেয়েছে ভারতের মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষ। ঘটনার সঙ্গে জড়িত এক পাচারকারীকে আটক করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ১৬ মার্চ মুম্বাই বিমানবন্দরে লাগেজে মানবভ্রুণ ভরা একটি টিনের বাক্সসহ ওই মালয়েশিয়ানকে আটক করা হয়।

আটক ব্যক্তি জানিয়েছেন, ভারত থেকে মানবভ্রুণ পাঁচার এটাই প্রথম না। তার দেয়া তথ্য মতে, শহরে শীর্ষস্থানীয় আইভিএফ ক্লিনিক কর্তৃপক্ষ এটি পরিচালনা করছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে কঠোরভাবে জানিয়েছে ক্লিনিকটি।

সোমবার (১৮ মার্চ) মুম্বাই হাইকোর্টকে এ মামলার তদন্তকারী কর্মকর্তা রাজস্ব গোয়েন্দা পরিচালক (ডিআরআই) রেবেকা গনস্লেভস জানান, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি আরো জানিয়েছে, তিনি ওই ক্লিনিক থেকে ভ্রুণগুলো নেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি এবং ক্লিনিক কর্তৃপক্ষের মধ্যকার আদান প্রদান করা অনেক বার্তা পাওয়া গেছে।

কিন্তু ক্লিনিকের চিকিৎসক গোরাল গান্ধি বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ঘটনাটি সত্য না।’

সোনালীনিউজ/এমএইচএম