থাইল্যান্ডের সরকার গঠনে একজোট বিরোধী দল

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৮, ২০১৯, ১১:৫৪ এএম

ঢাকা : থাইল্যান্ডে সামরিক সরকার উত্খাত করতে বিরোধী দলগুলো একজোট হয়েছেন। তারা সরকার গঠন করবে বলে দাবি করেছে। যদিও নির্বাচনের চূড়ান্ত ফল এখনো প্রকাশ করেনি নির্বাচন কমিশন।

বুধবার (২৭ মার্চ) সাতটি বিরোধী দল এক হয়ে ডেমোক্র্যাটিক ফ্রন্ট গঠন করেছেন।

জানা যায়, বিরোধী দলগুলো মনে করেন, নিম্নকক্ষে তারা জয় পেয়েছেন। তাই সরকার গঠন করতে তাদের কোনো বাধা নেই। বিশেষ করে প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কারণ নিম্নকক্ষ ও উচ্চকক্ষ মিলে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। উচ্চকক্ষ সিনেটে যারা আছেন তারা সবাই সামরিক জান্তা সমর্থিত। ফলে তারা সামরিক সরকার সমর্থিত কাউকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন বলেই ধারণা করা হচ্ছে। ৫ বছরের সামরিক শাসন শেষে গত রবিবার দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সমর্থিত (পিউ থাই) পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী সুদারাত কেউরাফান বলেন, বিরোধী সাতটি দল এক হয়েছে। ৫০০ আসনের নিম্নকক্ষে অন্তত ২৫৫টিতে জয় পেয়েছেন বলে দাবি করেছেন সুদারাত কেউরাফান। তাই আমাদেরই সরকার গঠন করতে দেওয়া উচিত।

জোটভুক্ত দলগুলো হচ্ছে-ফিউচার ফরোয়ার্ড, পিউ চার্ট, প্রচাচার্ত, সেরি রুয়াম থাই, থাই পিপল পাওয়ার এবং নিউ ইকোনোমিক পার্টি।

এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগের তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র।

সোনালীনিউজ/এমটিআই