লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট

কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে নিহত ১

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৩, ২০১৯, ০৬:১৫ পিএম

ঢাকা : ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে।

সাত দফার মধ্যে মঙ্গলবার (২৩ এপ্রিল) সবচেয়ে বেশি আসনে ভোট নেওয়া হচ্ছে। মুর্শিদাবাদের ভগবানগোলায় বালিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের বুথের (১৮৮ নম্বর) সামনে কংগ্রেস এবং তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক কংগ্রেস কর্মী হাঁসুয়ার কোপে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন আরও দুজন।

নিহত ওই কংগ্রেস কর্মীর নাম আব্দুল কালাম টিয়ারুল শেখ। এ ছাড়া নসিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন দুই কংগ্রেস কর্মী। তারা হলেন মেহবুব শেখ এবং তাহিজুল শেখ। এ হামলার ঘটনায় প্রতিবেদন চেয়েছে দেশটির নির্বাচন কমিশন।

মঙ্গলবার ভারতের ১৩টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ১১৭টি আসনে ভোট চলছে।

নির্বাচন কমিশন সূত্রে বরাত দিয়ে ভারতের গণমাধ্যম জানায়, দুপুর ১টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৫২.৩৭ শতাংশ। তার মধ্যে বালুরঘাটে ভোট পড়েছে ৫৬.১৬ শতাংশ, মালদহ উত্তরে ৪৯.৭৭ শতাংশ, মালদহ দক্ষিণে ৫০.৪৪ শতাংশ, জঙ্গিপুর ৫২.৮২ শতাংশ এবং মুর্শিদাবাদে ৫০.৩২ শতাংশ।

সোনালীনিউজ/এমটিআই