জুমার নামাজ আদায়ে মসজিদে যেতে নিষেধ করলেন শ্রীলঙ্কার ধর্মমন্ত্রী

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৬, ২০১৯, ১২:৩৩ পিএম

ঢাকা : শুক্রবার জুমার নামাজ আদায় করতে কেউ যেন মসজিদে না যায়। এমনই আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার মুসলিম ধর্ম বিষয়ক মন্ত্রী এম এইচ আব্দুল হালিম।

এক জরুরি বার্তায় মন্ত্রী হালিম দেশটির মুসলিম সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন, জুমার নামাজ আদায়ের জন্য মানুষ যেন শুক্রবার মসজিদে না যায়। তারা যেন বাসাতেই নামাজ পড়েন।

এছাড়া শ্রীলঙ্কায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশটির সকল ক্যাথলিক চার্চ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, শ্রীলঙ্কায় ইস্টার সানডে তে চার্চ ও অভিজাত হোটেলে ভয়াবহ সিরিজ হামলায় প্রায় ২৫৩ জন নিহত হয়। নিহতদের বেশিরভাগই শ্রীলঙ্কার নাগরিক।তবে হতাহতের মধ্যে বেশ কিছু বিদেশিও রয়েছে। এছাড়া হামলায় পাঁচ শতাধিক মানুষ আহত হয়।

ইতিমধ্যে এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেশটির পুলিশ ৭০ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া অভিযান অব্যাহত রয়েছে।

সোনালীনিউজ/এমটিআই