‘চুক্তির সময় শেষ, ভয়ে আছেন ইমরান খান’

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১০, ২০১৯, ১১:০৭ এএম

ঢাকা : প্রধানমন্ত্রীর ভয় পাওয়ার সময় শুরু হয়েছে। বিদেশি শক্তির সঙ্গে তার সমঝোতার সময় শেষ। তিনি এখন চিন্তায় পড়েছেন।

পাকিস্তানের মুসলিম লীগের (নওয়াজ) মুখপাত্র মারিয়ম আওরঙ্গজেব দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করে এসব কথা বলেন। দেশটির প্রভাবশালী দৈনিক ডন এর প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।

প্রায় ২ মাস পর দলীয় প্রধান শাহবাজ শরীফের যুক্তরাজ্য থেকে পাকিস্তান আগমন উপলক্ষে এ মন্তব্য করেন তিনি।

টুইটারে দেয়া এক বার্তায় মারইয়াম বলেন, শাহবাজ শরীফের বিমান লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দরে অবতরণ করেছে। ইমরান খান, এখন থেকে আপনার ঘাবড়ানোর সময় শুরু হয়ে গিয়েছে। শাহবাজের আগমনে ইমরান খান পাহাড়ে পালিয়েছেন বলেও ব্যঙ্গ করেন তিনি।

‘নয়া পাকিস্তানের’ স্লোগান দিয়ে ক্ষমতায় আসা ইমরান খানকে পাকিস্তানের সবচেয়ে অক্ষম প্রধানমন্ত্রী বলেও কয়েকদিন আগে সমালোচনা করেছিলেন বিরোধী দল পিএমএল-এনের ভাইস প্রেসিডেন্ট মারইয়াম নওয়াজ।

নওয়াজ শরিফের মেয়ে মারইয়াম নওয়াজ বলেন, ইমরান খান দেশ পরিচালনায় ব্যর্থ, অযোগ্য এক নেতা।

সোনালীনিউজ/এমটিআই