আল-আকসা মসজিদে মুরসির গায়েবানা জানাজা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৮, ২০১৯, ০৭:৩১ পিএম

ঢাকা : ইসলামের তৃতীয় পবিত্র স্থান মসজিদুল আল-আকসায় মিসরের প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ জুন) অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে এশারের নামাজের পর এই জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিচারের শুনানিকালে আদালতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। খবর- ডেইলি সাবাহর।

ইতিমধ্যে গাজা উপত্যকা ও ফিলিস্তিনি ইস্যুতে মুরসির অবস্থানের কথা স্মরণ করে একটি বিবৃতি দিয়েছে প্রতিরোধ আন্দোলন হামাস।

গাজা শাসন করা সংগঠনটির বিবৃতিতে উপত্যকাটির এক দশকের অবরোধ তুলে নিতে মুরসির অবস্মরণীয় ও সাহসী পদক্ষেপের কথা তুলে ধরা হয়েছে।

২০০৭ সালে উপত্যকাটি হামাসের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর গাজার বিরুদ্ধে অবরোধ আরোপ করে ইসরাইল ও মিসর। যদিও পরবর্তী সময়ে সেখানে ভ্রমণ ও বাণিজ্যিক বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে কায়রো।

এদিকে মিসরের শহীদ সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

মিসরে মুরসির জানাজার সময়ে সঙ্গে মিল রেখে মঙ্গলবার তুরস্কে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

সোনালীনিউজ/এমটিআই