১৩০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৭৫ জন

  • টাঙ্গাইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ১২:২৪ পিএম

টাঙ্গাইল : টাঙ্গাইল ১৩০ টাকায় পুলিশের চাকরি পেয়েছেন ৭৫ জন। এদের মধ্যে পুরুষ ৬৪ জন ও নারী ১১ জন। চাকরি পেতে লাগবে মামা, চাচা প্রচলিত কথা থাকলেও উল্টো চিত্র টাঙ্গাইলে।

জেলায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে আবেদন করেছিল তিন হাজার জন। ঘুষ, তদবির ছাড়াই বিভিন্ন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭৫ জন। আর তাদের ১৩০ টাকার বিনিময়ে চাকরি হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) রাতে উত্তীর্ণদের তালিকা প্রকাশের পর জেলা পুলিশ লাইন্স মাঠে আবেগঘন পরিবেশ তৈরি হয়।

পুলিশের চাকরি পাওয়া গোপালপুর উপজেলার নান্দুটিয়ান গ্রামের কৃষক শফি ইসলামের মেয়ে তানিয়া ইসলাম বলেন, আমি ১৩০ টাকায় চাকরি পাবো কখনও কল্পনাও করতে পারিনি। আমি চাকরি পেয়ে আমার পরিবারের জন্য অনেক উপকার হয়েছে। এখন আমি পরিবারের পাশে দাঁড়াতে পারব, বাবাকে আর কষ্ট করতে হবে না।

ভুয়াপুর উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুল বাছেদের ছেলে সিরাজুল ইসলাম বলেন, আমার বাবা ক্ষুদ্র ব্যবসায়ী, আমি চাকরি পেয়ে অনেক আনন্দিত।

জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সব প্রস্তুতি নিয়েছি এবং সততার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেছি। পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ করার লক্ষ্যে আইজিপি মহোদয়ের উদ্যোগে সম্পূর্ণ নতুন নিয়মে কনস্টেবল নিয়োগ পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। আমরা টাঙ্গাইল জেলাবাসীকে কথা দিয়েছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ার, আমরা আমাদের কথা রেখেছি।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর টাঙ্গাইল জেলার প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে।

এসময় নিয়োগ বোর্ডের সদস্যসহ টাঙ্গাইল জেলা পুলিশের সব পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমটিআই