বাংলাদেশ আনসারে ৬৭৮ পদে নিয়োগ

  • চাকরির খবর ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৩, ২০১৭, ০১:২০ পিএম

ঢাকা: ৬৭৮ পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তবে চাকরির ব্য়স ছয় বছর পূর্ণ হলে নিয়ম অনুযায়ী চাকরি স্থায়ী করা হবে।

শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস (এসএসসি) বা সমমানের পাস হতে হবে। উপজাতি পুরুষের উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি। ওজন হতে হবে ৪৯ কেজি ৮৯৫ গ্রাম আর বুকের মাপ ৩২ থেকে ৩৪ ইঞ্চি। আর উপাজতিদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি। ওজন ৩৭ কেজি ১৭৩ গ্রাম আর বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি হতে হবে। তবে কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়েই বাদ দেয়া হবে।

চাকরিকালীন সমতলে দৈনিক ৩৬২ টাকা ৬৬ পয়সা এবং পাহাড়ি এলাকায় ৩৭৯ টাকা ৩৩ পয়সা দেয়া হবে। প্রশিক্ষণকালীন দৈনিক ৯০ টাকা এবং বিনামূলে চিকিৎসা দেয়া হবে। সেই সঙ্গে রেশনসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

জেলাভিত্তিক পদের সংখ্যা, নির্বাচনের তারিখ, সময় ও নির্বাচন কেন্দ্রের নামসহ বিস্তারিত দেখতে চোখ রাখুন প্রতিষ্ঠানটির ওয়েবসাইট (ansarvdp.gov.bd)-এ।


সোনালীনিউজ/ঢাকা/আকন