এতদিন না ঘুমিয়ে থাকা যায়!

  • লাইফস্টাইল ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৪, ২০১৬, ০৪:৩২ পিএম

না ঘুমিয়ে কতদিন থাকা যায় জানেন? ২ দিন..৩ দিন..! না এখনো পর্যন্ত টানা ১১ দিন না ঘুমিয়ে থাকার রেকর্ড রয়েছে বিশ্বে।

১৯৬৪ সালে ১৭ বছরের র্যান্ডি গার্ডনার এই রেকর্ড করেন। ২৬৪ ঘণ্টা না ঘুমিয়ে ছিলেন তিনি। তারপর অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু তাঁর রেকর্ড ভাঙতে পারেননি।

ব্রেনের ক্লান্তি কাটাতে অবশ্য অনেক কিছু অক্ষরে অক্ষরে পালন করেছিলেন গার্ডনার। এই সময়ে তাঁর খাবারের তালিকায় ছিল কলা, আনারস, অ্যাভোকাডো, গাজরের রস, ভেষজ চা, সবুজ শাক-সবজি আর নানা ধরনের বাদাম। নিয়ন্ত্রিত স্বাস্থ্যকর ডায়েট তাঁর মস্তিষ্ককে সক্রিয় রাখতে সাহায্য করেছিল। পাশাপাশি, তিমি এবং ডলফিনের মতো তাঁর মস্তিষ্কের অর্ধেক অংশ প্রয়োজন মতো বিশ্রামও নিয়ে নিচ্ছিল।

আপনিও কি গার্ডনারের রেকর্ড ভাঙতে চাইবেন? এর কি কোনো দরকার আছে? মনে রাখবেন, সুস্থ জীবনের জন্য ঘুম অপরিহার্য। তাই খান-দান, আরাম করে ঘুমান আর সুস্থ থাকুন। সূত্র: আনন্দবাজার

সোনালীনিউজ/এইচএআর