যে কারণে চৈত্র মাসে বিয়ে করতে নেই

  • লাইফস্টাইল ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৫, ২০১৬, ১২:০৭ পিএম

শাস্ত্র মতে চৈত্র মাসে বিয়ে হলে কন্যার মদনোন্মত হয়। অর্থাৎ কামভাবে জর্জরিত হয়, যেটা কারও শরীরের পক্ষে আদৌ মঙ্গলজনক নয়।

বিজ্ঞানও এ কথা স্বীকার করে যে প্রখর তপ্ত আবহাওয়ায় মানুষের শরীরে কাম ভাব বেশি জাগে। এমনকি শীতপ্রধান দেশের তুলনায় গ্রীষ্মপ্রধান দেশের ছেলে মেয়েদের মধ্যে যৌবন আসে অনেক তাড়াতাড়ি। সেজন্যই এমন প্রথার প্রচলন।

আবার ভিন্ন মতে এই চৈত্র মাসে রবিশস্য ওঠে। এর ফলে ওই সময়টা ওই শস্য কাটা মাড়া ও তা গোলাজাত করার কাজে সকলে ব্যস্ত থাকতে দেখা যায়। যেহেতু ওই মাসে এই সব কাজে এতটাই ব্যস্ত থাকতে হত যে আর বিয়ের আয়োজন করার মতো অবকাশ থাকত না কোনও পরিবারে।

এইভাবে চৈত্র মাসে বিয়ে দেওয়ার জন্য তেমন করে কাউকে উদ্যোগ নিতে না দেখায় ধীরে ধীরে ওই মাসে বিয়ে না দেওয়াটাই ক্রমশ রেওয়াজ হয়ে যায়।

সোনালীনিউজ/ঢাকা/আমা