এবার সেলফি তুলবে হোয়াটসঅ্যাপ!

  • লাইফস্টাইল ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০১৬, ০১:৪৩ এএম

সেলফি ম্যানিয়ায় সাড়া দিল হোয়াটসঅ্যাপ! এই অ্যাপের সাহায্যেই এবার সেলফি তোলা যাবে। শুধু কি সেলফি, সেই সঙ্গে জুড়ে যাবে ভয়েসমেল ও টেক্সট মেসেজ পড়ে শোনানোর সুবিধাও। তবে আপাতত পরীক্ষা-নিরীক্ষার স্তরেই রয়েছে এই সুবিধাগুলো। ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ অবশ্য ইতিমধ্যেই আইওএস ডিভাইসে এই ফিচারগুলো জুড়ে দেখছে।

আইফোনে ‘স্পিক’ নামে একটি ফিচারে ট্যাপ করলেই তা আপনার যাবতীয় চ্যাট সশব্দে পড়ে শোনাবে। এছাড়াও এতে রিপ্লাই, ফরোয়ার্ড, কপি, ডিলিট ও মেসেজের অপশন রয়েছে। হোয়াটসঅ্যাপের লেটেস্ট আপডেটে স্টিকার ছাড়াও ইমেজের উপর মেসেজ লেখা যাবে।

সেলফি তুলতে তবে কি মোবাইল ক্যামেরার দিন ফুরাল? উত্তরটা জানা যাবে কয়েকদিন পর। আপাতত জানা গেছে, ফোনের স্ক্রিনেই থাকবে ফ্ল্যাশের সুবিধা। ফলে অন্ধকার ঘরে বা কম আলোতেও সেলফি তোলা যাবে। আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ থাকলে তবেই এই সুবিধা পাওয়া যাবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর