কম খরচে বিয়ে করার পাঁচ পরামর্শ

  • লাইফস্টাইল ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০১৬, ১২:৫৬ পিএম

সামনে বিয়ে। মাথায় অনেক পরিকল্পনা রয়েছে। কিন্তু ঘুরে ফিরে সেই খরচ কমানোর চিন্তাটাই বারবার চলে আসছে। নীচের উপায়গুলি মেনে চলুন, খরচ কিছুটা হলেও কমবে।

❏‌ স্থান নির্বাচন
বিয়ের খরচ কমাতে চাইলে কম ভাড়ার বাড়ির ঠিক করুন। সেই টাকায় একই সঙ্গে কেটারিং এবং টেবিল-‌চেয়ারও যেন পাওয়া যায়।

❏‌ জন প্রতি খরচ
বিয়েতে খরচ কমানোর সবচেয়ে সহজ রাস্তা হল‌ ‘‌জন–প্রতি’‌ খরচ যতটা সম্ভব কম করা। প্রয়োজনে কিছু কিছু জিনিস কমদামী কিনবেন।

❏‌ বিয়ের দিন
খরচ কমাতে চাইলে বিয়ের মরশুমে কখনোই বিয়ে করা উচিত নয়। কারণ সেক্ষেত্রে বিয়ে বাড়ি পেতে সমস্যা হবে অথবা বেশি টাকা দিতে হবে। এছাড়া অন্যান্য জিনিসপত্রের ক্ষেত্রেও প্রয়োজনের তুলনায় বেশি দাম দিতে হবে।

❏ ‌আগে থেকেই টাকা বাঁচান
অনেকদিন আগে থেকেই বিয়ের দিন ঠিক হয়ে আছে। সেক্ষেত্রে আগে থেকেই অল্প অল্প করে টাকা জমান। তাহলে বিয়ের দিন কিন্তু খরচ নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না। চাপ পড়বে না পকেটেও।

❏‌ কম খরচে সাজান
তাহলে বিয়ের দিন চারপাশ সাজানোর সামগ্রী গুলি যতটা সম্ভব কম টাকায় কিনে ফেলুন। যে জিনিসগুলো লাগবে না কিনবেন না। প্রয়োজনে আগে থেকেই একটি তালিকাও তৈরি করে ফেলতে পারেন।

সোনালীনিউজ/ঢাকা/এএম