কখন ফোন নয়, মেসেজ পাঠানোই ভালো

  • লাইফস্টাইল ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩১, ২০১৬, ০২:২৬ পিএম

ঢাকা: অনেক সময় মোবাইলের ওপারের মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে উটকো পরিস্থিতি তৈরি হতে পারে। কিংবা আপনিই হয়তো কথা বলতে অনীহা প্রকাশ করছেন। এসময় এক সচেতন হোন। কথা না বলে বরং মেসেজ বা টেক্স পাঠানোই ভালো হয়। তাহলে আসুন জেনে নিই ঠিক কোনো পরিস্থিতিতে আপনি ফোনের ওপারের মানুষকে কল না করে মেসেজই পাঠাবেন।

  • ধরুন আপনি কোনো নাইটক্নাবে গিয়েছেন। সেখানে হঠাৎ করেই জঙ্গিরা হানা দিল। এসময় সাহায্য চেয়ে কাছের মানুষকে কল না করে মেসেজ পাঠানোই বুদ্ধিমানের কাজ হবে। 
  • আবার আপনি হয়তো খুব ভিড়-ভাট্টার মধ্যে আছেন। ফোনে ও পাশের মানুষটার কোনো কথাই শুনতে পারছেন না। আপনার কথাও তিনি শুনতে পারছে না। তখন টুক করে টেক্সট করে জরুরি কথা সেরে নিন।
  • হয়তো বন্ধুরা সবাই মিলে দেখা করার প্ল্যান করছেন। তখন বন্ধুদের নিয়ে একটা গ্রুপ তৈরি করে ফেলুন। আর সেখানে সবাই মিলে টেক্সট করে একটা প্ল্যান বানিয়ে ফেলুন। এতে আপনার অফিসে কাজেরও কোনো সমস্যা হবে না।
  • ধরুন, আপনার হাতে প্রচুর কাজ। কিন্তু জরুরি কথাটা বলার ফুরসতটুকুও পাচ্ছেন না। সেই সময় আগে থেকেই একটা মেসেজ ছেড়ে দিন।
  • কেউ কেউ আবার খুব মুখচোরা স্বভাবের হয়। এসব মানুষের ক্ষেত্রে মোবাইলে মেসেজ পাঠানো খুব ভালো কাজ দেয়। মনের কথা সাবলীল ভাবে তারা বলতেও পারেন।
  • ধরুন, কাউকে সরাসরি কোনো কথা বলতে পারছেন না। সঙ্কোচ বোধ হচ্ছে। সে সময় মেসেজে মনের কথা জানিয়ে দিন।
  • এখন তো অনেক কোম্পানির বিজনেসের প্ল্যানই হল কাস্টমারদের মেসেজ পাঠানো। ফোনে বিরক্ত না করে মেসেজ পাঠানোটাই অনেক স্মার্ট সিদ্ধান্ত।

কোনো কোনো সময় আপনার মনের অবস্থা ততোটা ভালো নাও থাকতে পারে। তখন উল্টোদিকের মানুষটাকে তা বুঝতে না দেয়াই বুদ্ধিমানের কাজ। এতে আপনার দুর্বলতা অন্যদের থেকে খানিকটা আড়াল করে রাখা যাবে। তাই তখন ফোন বা মেসেজের কথা না ভাবাই ভালো হবে।

সোনালীনিউজ/এমএন