সুদর্শন পুরুষ স্বার্থপর!

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০১৬, ০৫:২১ পিএম

সোনালীনিউজ ডেস্ক
দেখতে সুন্দর পুরুষেরা নাকি স্বার্থপর হয়ে থাকে। এমনই এক তথ্য পেয়েছেন লন্ডনের ব্রুনেল ইউনিভার্সিটির গবেষকেরা।

১২৫ জন নারী ও পুরুষের মধ্যে জরিপ চালিয়ে এমন তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন ব্রুনেল ইউনিভার্সিটির গবেষকরা।

জরিপে দেখা গেছে, সৌন্দর্যের কারণে পুরুষেরা সামাজিকভাবে প্রশংসা পেয়ে থাকে। অনেক ক্ষেত্রে গুরুত্বও বেশি পায়। এ কারণে তাদের মধ্যে একধরনের বৈষম্যমূলক মানসিকতা তৈরি হয়। তারা অনেক সময় অন্যদের অবজ্ঞা করে। নিজেদের সেরা ভাবে। সব সময় সেরাটাই পেতে চায়।

এ বিষয়ে জ্যেষ্ঠ গবেষক ও অধ্যাপক মাইকেল প্রিস বলেন, জরিপের ফলাফল বলছে, দেখতে সুন্দর চেহারার পুরুষেরা বেশি স্বার্থপর হয়। তাদের মধ্যে বৈষম্যমূলক মনোভাব বেশি থাকে।

থ্রিডি স্ক্যানার দিয়ে এই জরিপ চালানো হয়। শারীরিক গঠন, কোমরের মাপ অনুসারে ভিত্তি ধরে দুই দলে অংশগ্রহণকারীদের ভাগ করে তাদের ব্যক্তিত্ব, সামাজিক আচরণ, অন্যের প্রতি মনোভাব বিষয়ে প্রশ্ন করা হয়।

মাইকেল প্রিস আরও বলেন, সুন্দর পুরুষেরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। অন্যের ব্যাপারে উদাসীন থাকে।

সোনালীনিউজ/ঢাকা/মে