কোন মাসে যৌন প্রবণতা সবচেয়ে বেশি

  • লাইফস্টাইল ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৭, ০২:৫৫ পিএম

ঢাকা : বছরের কোন মাসে মানুষের যৌন প্রবণতা সবচেয়ে বৃদ্ধি পায় জানেন কি? সমীক্ষা বলছে, ঋতু বিশেষে পাল্টে যায় যৌন মিলনের আকাঙ্খা। বর্ষাতেই না কি সবচেয়ে বেশি যৌন চাহিদা জাগে মনে। সম্প্রতি এমনই জানিয়েছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। মোট ২০০০ মানুষের উপর করা সমীক্ষায় পাওয়া গিয়েছে এই তথ্য।

বিস্তারিত গবেষণা বলছে, জুন, জুলাই ও অগস্ট মাসে দেহে-মনে সবচেয়ে বেশি যৌন উত্তাপ ছড়ায়। অর্থাত্‍ শীতের চেয়ে গ্রীষ্ম ও বর্ষায় তুলনা মূলক ভাবে রতিকামনা বাড়ে। ১২.৭ লক্ষ মানুষের উপর করা অন্য একটি অ্যাপধর্মী সমীক্ষা অনুযায়ী, যৌনতার জন্য বর্ষাকেই বেশি পছন্দ করেন অধিকাংশ মহিলা।

দেখা গিয়েছে, মোট যৌন মিলনের মধ্যে ৪১% ঘটেছে বর্ষায়, ৩৮.৮% শরতে, ৩৬.৮% শীতে এবং ৩৫.৮% বসন্তকালে। শুধু তাই নয়, অন্য ঋতুর তুলনায় গ্রীষ্মেই সবচেয়ে বেশি বার যৌন সুখের শীর্ষে পৌঁছতে সক্ষম হয়েছেন মেয়েরা।

সোনালীনিউজ/এমটিআই